কনটেন্ট ক্রিয়েটর, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৬ এপ্রিল ২০২২ ০৮:২৭
ঈদের ছুটির আগেই ফাঁকা হতে শুরু করেছে রাজধানী ঢাকা। তিন দিন ঈদের ছুটি, একদিন মে দিবসের ছুটি এবং এসব ছুটির আগে ও পরে শুক্র-শনিবার সব মিলিয়ে লম্বা ছুটি কাটাতে পারবেন সরকারি চাকুরিজীবীরা। সরকারি ক্যালেন্ডারে আগামী ২ থেকে ৪ মে তিনদিন ঈদের ছুটি এবং পহেলা মে শ্রমিক দিবসের ছুটি নির্ধারিত আছে। এর আগে ২৯ ও ৩০ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এবার মূলত ঈদের ছুটি শুরু হচ্ছে ২৯ এপ্রিল। মাঝখানে ৫ মে বৃহস্পতিবার অফিস খোলা এরপর ৬ ও ৭ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ৫ মে বন্ধ থাকলে কিংবা ব্যক্তিগত আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান থেকে একদিনের ছুটি নিতে পারলে ঈদে ৯ দিনের ছুটি কাটাতে পারবেন।
৫ মে’র আগেই এবার টানা ৬ দিনের লম্বা ছুটি থাকছে।
করোনা মহামারির কারণে গত বছর ঈদের সময় অনেকেই গ্রামে যেতে পারেননি। এবার যেহেতু করোনার প্রকোপ নেই, তাই বাসে বাড়তি চাপ পড়ার আশংকা ছিলো। আর তাই অনেকেই পরিবারের সদস্যদের একটু আগেভাগে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। গত কয়েকদিন থেকে ঢাকা ছাড়তে শুরু করেছে অনেকেই। ঈদযাত্রায় পরিবারের সদস্যদের ভোগান্তি এড়াতেই এই অগ্রীম যাত্রা। আবার বহু সংখ্যাক চাকরি প্রত্যাশী যারা ঢাকায় চাকরির প্রস্তুতি নেন, তারা এবং গ্রাম থেকে পড়তে আসা ছাত্র-ছাত্রী গত কয়েকদিন আগে থেকেই গ্রামে ফিরতে শুরু করেছে। কাজেই এবার ঘরমুখো মানুষের তেমন ভিড় দেখা যাচ্ছে না, ফাঁকা রাস্তায় স্বস্তিতে মানুষ যাচ্ছেন নিজ নিজ গন্তব্য স্থলে। তবে আগামী ২৯ ও ৩০ এপ্রিল শুক্রবার ও শনিবার ঘরমুখো যাত্রীর চাপ বেশী থাকবে বলে ধারণা সংশ্লিষ্টদের।