নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০১ ডিসেম্বর ২০২৪ ০২:০৯
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, 'বর্তমানে বাংলাদেশে খুনিদের রাজত্ব ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে। যারা দিনে দুপুরে গ্রেনেড মেরে মানুষ হত্যা করেছে তাদেরকে রক্ষা করা হচ্ছে।' তিনি আজ রবিবার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিদের খালাস দেওয়ার রায়ের পরে বেঙ্গল নিউজ টোয়েন্টিফোরকে দেওয়া প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সব আসামির খালাস পাওয়া প্রসঙ্গে আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, যারা আপিল করেছে তারা যেমন খালাস পেয়েছে আবার যারা আপিল করে নাই তাদেরও খালাস দেওয়া হয়েছে। কী বিচিত্র ব্যবস্থা চলছে! রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হামলা হয়েছে, ২২ জন মানুষ জীবন দিল, অসংখ্য মানুষ এখনো শরীরে স্প্লিন্টার বয়ে বেড়াচ্ছে। তাদের রক্তের কোনো মূল্য নেই? মনে হচ্ছে বাংলাদেশে কখনো একুশে আগস্ট ঘটেনি।
বাহাউদ্দিন নাছিম বলেন, মনে হচ্ছে বিচার ব্যবস্থাকে ভুল পথে নিয়ে যাচ্ছে। বিচার বিভাগকে এভাবে ব্যবহার অতীতে দেখা যায়নি। এরা কিভাবে আইনে শাসন প্রতিষ্ঠা করবে? এরা যে মুখে সারাদিন মানবাধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলে তা যে ফাঁকা বুলি আজ তার প্রমাণ হলো।
গ্রেনেড হামলাকারীদের খালাস পাওয়ার প্রসঙ্গে বাহাউদ্দিন নাছিম বলেন, তারা দেশকে যে পথে নিয়ে যাচ্ছে সেখানে প্রতি মুহুর্তে সন্ত্রাসী, জঙ্গিদের দানবীয় রূপ আমাদের মেনে নিতে হবে। যারা এই খুনিদের রক্ষা করছে তাদেরকে চিহ্নিত করা হবে এবং একদিন তাদের বিচার হবেই।