ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৪ ডিসেম্বর ২০২৪ ১২:২৮
ছবি: সংগূহীত
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় এক হিন্দু যুবকের ফেসবুক পোস্টে কমেন্ট নিয়ে উত্তেজনা ছড়িয়ে পরে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে উপজেলার মোঙলার গাঁওয়ের প্রফুল্ল দাসের ছেলে আকাশ দাসের একটি কমেন্টকে ঘিরে এই উত্তেজনা দেখা দেয়।
এ নিয়ে মুসলিম সস্প্রদায়ের উগ্র লোকজন জড়ো হয়ে বিক্ষোভ করতে করতে
অভিযুক্ত আকাশের বাড়ির দিকে রওয়ানা হয়। পরে গ্রামের বেশ কিছু ঘরবাড়িতে ভাঙচুর, লুটপাট
ও হামলা চালায়। হিন্দু সম্প্রদায়ের অনেক নারী ও শিশুরা হাওর, ধান ক্ষেত ও বিলে পালিয়ে
গেছেন বলেও জানান স্থানীয়রা।
এদিকে পোস্টের পর যুবককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ঘটনাস্থলে
পুলিশ ও সেনারা অবস্থান করছে।
ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় আকাশ দাস নামের ওই যুবক একটি
পোস্টের কমেন্টে কোরআন শরীফের একটি পৃষ্ঠার উপর পা রাখা ছবি দিয়ে কমেন্ট করে 'নে এবার
'। তবে কার পোস্টে এমন কমেন্টস করেছে তা জানা যায় নি।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হক জানান,
ফেসবুকে কমেন্টের পর উত্তেজনা দেখা দেয়ায় যুবককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এরপরও ব্যাপক
উত্তেজনা দেখা দিয়েছে। উত্তেজিত মুসলিম জনতাকে থামাতে কাজ করছে পুলিশ। আপতত পরিস্থিতি
ঘোলাটে হয়ে গেছে। সেনাবাহিনী ও পুলিশ রয়েছে।
/এসবি