নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৭ এপ্রিল ২০২৫ ১০:৪৫



লাপাত্তা 'লিজেন্ড' নিজাম

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৭ এপ্রিল ২০২৫ ১০:৪৫

লাপাত্তা 'লিজেন্ড' নিজাম

তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। দলীয় পরিচয়কে কাজে লাগিয়ে ১৬ বছরে বাংলাদেশে ব্যাংক, বীমা, বিদ্যুৎকেন্দ্রসহ নানা ব্যবসা বাগিয়ে নিয়ে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন। অথচ আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি যেন লাপাত্তা। এই নেতার নাম নিজাম চৌধুরী।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকার পতনের পর থেকে দলের নেতাকর্মীদের ধরাছোঁয়ার বাইরে নিজাম চৌধুরী। দলের দুঃসময়ে কোনো কর্মসূচিতে তার দেখা মিলছে না। ফেসবুক প্রোফাইলে দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে তোলা ছবি কাভার ফটো থেকে সরিয়ে 'আই অ্যাম লিজেন্ড' লেখা একটি গ্রাফিক্স ফটো আপলোড করেছেন। এরপর থেকে দলের নেতাকর্মীদের অনেকে নিজাম চৌধুরীর নাম দিয়েছেন 'লাপাত্তা লিজেন্ড'।

নিজাম চৌধুরীর ফেসবুক আইডি ঘেঁটে দেখা যায়,  তিনি ২০১৯ সালের ৯ নভেম্বর একটি কাভার ফটো দিয়েছিলেন। ছবিতে দেখা যায়, তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে উপহার তুলে দিচ্ছেন নিজাম চৌধুরী, পেছনে ব্যাকগ্রাউন্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। এরপর আর গত ৫ বছরে কাভার ফটো পরিবর্তন করেননি তিনি। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ৭ আগস্ট কাভার ফটো পরিবর্তন করে নিজের স্ত্রীর একটি ছবি দেন নিজাম চৌধুরী। এরপর গত বছরের ৪ নভেম্বর কাভার ফটো পরিবর্তন করেন নিজাম চৌধুরী। নিজের স্ত্রীসহ একটি গ্রাফিক্স ছবি কাভার ফটো করেন। বইয়ের আদলে সেই ছবিটিতে লেখা 'আই অ্যাম লিজেন্ড'।

নিজাম চৌধুরীর ফেসবুক পোস্টে ক্ষোভ ঝেড়েছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। যদিও পরে নিজাম চৌধুরী তার সমালোচনার কমেন্টগুলো ডিলিট করে দেন। তবে বেঙ্গল নিউজ টোয়েন্টিফোরের কাছে কয়েকটি কমেন্টের স্ক্রিনশট সংরক্ষিত আছে। শফিউল আলম নামে একজন লিখেছেন, আপনারা পারেনও বটে। দেশের এমন পরিস্থিতিতে আপনারা যে কোনো টেনশনে নেই তার প্রমাণ দেওয়া লাগবে না। আমরা জানি আপনারা ভাল আছেন। একটু অপেক্ষা করুন, যা কামাইছেন তা আবার রিকভারি হবে। দরিদ্র পরিবারের ছেলেরা আবার রাজপথে আন্দোলন করে আপনাদের মুকুট ফিরিয়ে দেবে। কত ব্যস্ত সময় পার করেছেন বিগত দিনে! বিশ্রাম নিন, চিল করেন। আমরা আছি, টেনশন নিয়েন না।

মোহাম্মদ হাসিবুল হাসান রাফি নামে একজন লিখেছেন, ব্যাংক লুট করে আপনারা বিদেশে মৌজ-মাস্তিতে আছেন। আপনাদের মধ্যে কি মহান আল্লাহর ভয় নেই? এস আলমের চামচা হয়ে হাজার কোটি টাকা পাচার করেছেন।

জয়নাল হাজারীর সৈনিক নামে একটি আইডি থেকে লেখা হয়েছে, ব্যাংকের টাকা মেরে চোর এখন পালাইছে।

আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, ২০০৭ সালে আলোচিত এক এগারোর সরকারের সময়েও নানা কৌশলে আওয়ামী লীগের কর্মকাণ্ড থেকে দূরে থাকার চেষ্টা করতেন নিজাম চৌধুরী। পরে আওয়ামী লীগ ক্ষমতায় যাবার পরে খুবই সক্রিয় হন। বাংলাদেশে গিয়ে কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র, ব্যাংক, বীমার মালিক হন। তিনি এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ব্যাংকটি বর্তমান নাম গ্লোবাল ইসলামিক ব্যাংক পিএলসি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময়ে বিপুল অর্থবিত্তের মালিক হন নিজাম চৌধুরী। বর্তমানে তিনি নিউ ইয়র্কের লং আইল্যান্ডের সেলডেন এলাকায় কয়েক মিলিয়ন ডলার মূল্যের বাড়িতে বসবাস করেন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, গত বছরের আগস্টের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কায় একটি ব্যবসায়িক মিটিংয়ে অংশ নিতে গিয়েছিলেন নিজাম চৌধুরী। সেখান থেকে তার বাংলাদেশে যাবার কথা ছিল। কিন্তু দেশের পরিস্থিত অস্থিতিশীল হওয়ায় তিনি শ্রীলঙ্কাতেই অপেক্ষা করতে থাকেন। সেখান থেকে সিঙ্গাপুর হয়ে নিউ ইয়র্কে ফেরেন নিজাম চৌধুরী। এরপর থেকে দলের নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থাকলেও দলের কোনো কর্মসূচিতে অংশ নেননি নিজাম চৌধুরী। ফেসবুকেও তিনি দলের পক্ষে কিছু লিখছেন না। উল্টো আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে তোলা ছবি কাভার ফটো থেকে সরিয়ে ফেলেছেন। তার এমন আচরণে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা।

নিজাম চৌধুরী কেন দলের কর্মসূচিতে আসছেন না জানতে চাইলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বেঙ্গল নিউজ টোয়েন্টিফোরকে বলেন, 'দলের দুর্দিনে অনেকে আসেন, অনেকে আসেন না। উনার বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।'

এ বিষয়ে আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতার কাছে জানতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। নিজাম চৌধুরীর ব্যক্তিগত ফোনে কল দিয়ে ও হোয়াটঅ্যাপ নাম্বারে টেক্সট পাঠিয়ে কোনো উত্তর পাওয়া যায়নি।

সর্বাধিক পঠিত