ডেস্ক রিপোর্ট
বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
২৩ জুলাই ২০২৫ ০৭:২৩
ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৩ জুলাই ২০২৫ ০৭:২৩
ছবি: সংগৃহীত
বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো কারও সন্তান নিখোঁজ থাকলে তা জানাতে অনুরোধ করেছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। আজ বুধবার প্রতিষ্ঠানটির পরিচালক রাসেল তালুকদার এ তথ্য জানিয়েছেন।
রাসেল তালুকদার
জানান, এইচএসসি পরীক্ষাথীদের কার্যক্রম সচল রাখা হয়েছে। তবে অন্য সকল ক্লাসের কার্যক্রম
কবে শুরু হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
তিনি আরও
জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় বুধবার স্কুল কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে। কোনো
অভিভাবক সন্তান খুঁজে না পেলে শিক্ষা প্রতিষ্ঠানের ৫ নম্বর ভবনে অভিযোগ দেওয়ার অনুরোধ
করা হচ্ছে।
এদিকে মাইলস্টোন
স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার তৃতীয় দিনেও অনেকেই আসছেন স্কুলের সামনে।
শিক্ষার্থী থেকে শুরু করে অনেক অভিভাবকও আসছেন ক্যাম্পাসের সামনে।
স্কুলের
প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তা প্রহরীরা দর্শনার্থী–সাংবাদিক কাউকেই ভেতরে
প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। স্কুলের ভেতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন
রয়েছে।
গত সোমবার
দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভবনে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি
বিমান। এতে এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে।
/এসবি