ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৩ জুলাই ২০২৫ ১০:০৮



ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের প্রতিবাদে
বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৫ নারী শিক্ষার্থী বহিষ্কার

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৩ জুলাই ২০২৫ ১০:০৮

বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৫ নারী শিক্ষার্থী বহিষ্কার

ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জুলাই-৩৬ হলের (পূর্বনাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল) নাম পরিবর্তনের প্রতিবাদে আন্দোলনের সময় উচ্ছৃঙ্খল আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৫ জন নারী শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে হল ও একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ক শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের প্রতিবাদ জানিয়ে আন্দোলন করেন ওই হলের কয়েকজন শিক্ষার্থী। এ সময় তাদের বিরুদ্ধে উচ্ছৃঙ্খল আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে। ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের আলোকে গত ১৩ জুলাই ‘বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন’ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘অর্ডিনেন্স ফর স্টুডেন্টস ডিসিপ্লিন’-এর ১৩নং ধারা অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের দায়ে অপরাধের শুরুত্ব বিবেচনা করে বিভিন্ন অনুষদের ১৫ জন নারী শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। এর মধ্যে মধ্যে চার জনকে একাডেমিক কার্যক্রম ও হল থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে, দুজনকে একাডেমিক কার্যক্রম থেকে ছয় মাস ও হল থেকে এক বছর বহিষ্কার, ছয় জনকে ছয় মাসের জন্য একাডেমিক কার্যক্রম ও হল থেকে বহিষ্কার, একজনকে আজীবন হল থেকে বহিষ্কার, দুজনকে ছয় মাসের জন্য শুধু হল থেকে বহিষ্কার করা হলো।

/এসবি