ডেস্ক রিপোর্ট
বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
২৩ জুলাই ২০২৫ ১০:১৩
ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৩ জুলাই ২০২৫ ১০:১৩
ছবি: সংগৃহীত
সচিবালয়ে ঢুকে গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১ হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত মামলাটির এজাহার গ্রহণ করেন। একই সঙ্গে আগামী ২৮ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মঙ্গলবার
রাতে ডিএমপির বাংলাদেশ সচিবালয় নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক গোলাম মুক্তি মাহমুদ বাদী
হয়ে মামলাটি করেন। এতে বিভিন্ন কলেজের অজ্ঞাতপরিচয় শিক্ষার্থী ও স্বার্থান্বেষী দুষ্কৃতকারীদের
আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে
বলা হয়েছে, গত ২২ জুলাই ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে অজ্ঞাতপরিচয় ১
হাজার থেকে ১ হাজার ২০০ শিক্ষার্থী ও স্বার্থান্বেষী দুষ্কৃতকারীরা
মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে এইচএসসি পরীক্ষা স্থগিতসহ
বিভিন্ন দাবি নিয়ে মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি পালন করে। প্রথমে শিক্ষার্থীরা
শিক্ষা বোর্ড ও শিক্ষা ভবনের উদ্দেশে মার্চ করলেও পরে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে
সচিবালয়ের সামনে অবস্থান নেন।
মঙ্গলবারের
কর্মসূচির এক পর্যায়ে শিক্ষার্থীরা সচিবালয়ের গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় আইন
শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে আহত হয়ে অন্তত ৮০ জন শিক্ষার্থী
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।
/এসবি