ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৩ জুলাই ২০২৫ ১১:৩৩



মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধদের চিকিৎসায় ভারতের বিশেষজ্ঞ দল ঢাকায়

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৩ জুলাই ২০২৫ ১১:৩৩

মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধদের চিকিৎসায় ভারতের বিশেষজ্ঞ দল ঢাকায়

ছবি: সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধদের চিকিৎসায় সহযোগিতা করতে ভারতীয় বিশেষজ্ঞদের একটি দল ঢাকায় পৌঁছেছে। বুধবার ভারতীয় হাইকমিশনের এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, এই দলে দগ্ধদের চিকিৎসায় দিল্লির দুই শীর্ষ হাসপাতাল রাম মনোহর লোহিয়া ও সাফদারজং হাসপাতালের চিকিৎসক ও নার্সরা আছেন।

সোমবারের দুর্ঘটনার পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তিনি জানান, যে কোনো প্রয়োজনে ভারত সাহায্য করতে প্রস্তুত।

একই দিন সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স হ্যান্ডলে করা এক পোস্টে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন এবং সহায়তার কথা জানান।

এর আগে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঢাকায় আসে। দলটির নেতৃত্ব দিচ্ছেন জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট চং সি জ্যাক।

গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৩২ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এদের বেশিরভাগই ওই শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থী।

/এসবি