ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


৩১ জুলাই ২০২৫ ০১:৩১



দোকান দখল করে বিএনপি কার্যালয়, ভাড়া চাওয়ায় মালিককে পিটিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

৩১ জুলাই ২০২৫ ০১:৩১

দোকান দখল করে বিএনপি কার্যালয়, ভাড়া চাওয়ায় মালিককে পিটিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে একটি দোকানঘর দখল করে বিএনপির দলীয় কার্যালয় হিসেবে ব্যবহারের পর দলটির নেতাদের কাছে ভাড়া চাওয়ায় মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজারে এ ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন পিটিয়ে হত্যার তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মো. জাহাঙ্গীর হোসেন (৫৭) সালমদী নয়াপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

তার ছেলে মো. রাসেল বলেন, 'গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের কয়েকদিন পর পাশাপাশি তিনটি দোকান একত্রিত করে স্থানীয় বিএনপির কার্যালয় হিসেবে গড়ে তোলেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও মাহমুদপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ড সদস্য তোতা মিয়া প্রধান। কার্যালয়টিতে মাহমুদপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের ব্যানারও সাঁটানো হয়।'

'আমাদের কিছু না জানিয়ে এখানে তারা পার্টি অফিস বানায়। পাশাপাশি বাকি দুটো দোকান আমার চাচাদের। চাচাদের ভাড়া দিলেও আমাদের কোনো ভাড়া দিচ্ছিলেন না তারা। এ নিয়ে আমরা তাদের সঙ্গে বসলেও কোনো ভাড়া পাইনি। আজ আব্বু ভাড়া চাইতে গেলে তাকে পার্টি অফিসের ভেতরেই মারধর করে।'

প্রাথমিক তদন্তের বরাতে আড়াইহাজার থানার ওসি নাসির উদ্দিন বলেন, 'নিহত জাহাঙ্গীর দোকানটির মালিক ছিলেন। কয়েকমাস আগে স্থানীয় বিএনপি নেতারা সেখানে দলীয় কার্যালয় গড়ে তোলেন। দোকানের ভাড়া চাওয়াকে কেন্দ্র করেই তর্ক-বিতর্ক হয় এবং এক পর্যায়ে বিএনপির ওই কার্যালয়ের ভেতরেই দোকান মালিককে মারধর করা হয়।'

পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, 'পুলিশ হাসপাতালে যাওয়ার পর বিষয়টি জেনেছে। এ ঘটনায় ওই এলাকার বিএনপি নেতা তোতা মিয়া প্রধান, তার ছেলে-ভাতিজা ও অনুসারী নেতাকর্মীর জড়িত থাকার অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।'

/এসবি