ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


৩১ জুলাই ২০২৫ ০২:১৩



ফরিদপুরে রাতের অন্ধকারে মন্দিরের প্রতিমা ভাঙচুর

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

৩১ জুলাই ২০২৫ ০২:১৩

ফরিদপুরে রাতের অন্ধকারে মন্দিরের প্রতিমা ভাঙচুর

ছবি: সংগৃহীত

ফরিদপুরের সদর উপজেলায় একটি সার্বজনীন মন্দিরের বিভিন্ন প্রতিমা ভাঙচুর করা হয়েছে।

মঙ্গলবার রাতের কোনো এক সময়ে কানাইপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ‘খাসকান্দি সার্বজনীন শ্রী শ্রী কালী ও দুর্গা মান্দিরে’ এ ঘটনা ঘটে বলে মন্দিরের সভাপতি বাসুদেব বিশ্বাস জানিয়েছেন।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাসুদেব বলেন, “মঙ্গলবার রাত ১০টার দিকে পূজারি বাড়িতে চলে যান। বুধবার সকাল ৬টার দিকে ওই এলাকার বাসিন্দা ভজন শীল মন্দিরে গিয়ে বিভিন্ন প্রতিমার ভাঙা অংশ দেখতে পান।

“দুস্কৃতিকারীরা কালির ডান হাতের কব্জি, বাঘের মাথার চুলসহ চারটি দাঁত, শিবের গলায় পেঁচানো সাপের লেজ, যোগিনীর বাম হাতের অংশ, ডাকিনির দুটি দাঁত ও নিচের অংশ কিছুটা ভেঙে ফেলেছে।”

সরেজমিনে দেখা গেছে, মন্দিরটির ভবন পাকা এবং সামনের দিকটি খোলা। সেখানে কোনো দরজা, গ্রিল কিংবা আচ্ছাদনের ব্যবস্থা নেই। মন্দিরটি অরক্ষিত অবস্থায় রয়েছে। কোনো সিসি ক্যামেরাও নেই।

ওই এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খাসকান্দি সার্বজনীন দুর্গা মান্দিরটি অন্তত ৫০-৬০ বছরের পুরনো। পূজা-পার্বনে এলাকার বিভিন্ন ধর্মের লোকজন এখানে সহযোগিতাসহ একসঙ্গে আনন্দ করে।

তবে কে বাবা কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে মন্দির কমিটির সভাপতিসহ আশপাশের বাসিন্দারা কোনো ধারণা দিতে পারেননি।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, “বুধবার বিকেলের মাধ্য ক্ষতিগ্রস্ত প্রতিমাগুলি মেরামত করে দেওয়ার জন্য প্রতিমা নির্মাণ শিল্পীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ খরচ বহন করবে জেলা পুলিশ।”

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, “যারা এ ঘটনায় জড়িত তাদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

/এসবি