কনটেন্ট ক্রিয়েটর, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৭ মে ২০২২ ০১:৫২
ভারত থেকে রপ্তানি বন্ধ করা হলেও প্রতিবেশী দেশগুলো
গম আমদানি করতে পারবে বলে জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।
সোমবার হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,
গম রপ্তানির লক্ষ্যে ইতোমধ্যে যে ঋণপত্র ছাড় দেওয়া হয়েছে, তার সমপরিমাণ গম রপ্তানিতে
নিষেধাজ্ঞা কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না।
অভ্যন্তরীণ চাহিদা পূরণসহ মূল্যস্ফীতি রোধ ও প্রতিবেশী
যে দেশগুলোতে খাদ্য নিরাপত্তার উদ্বেগ রয়েছে
সে দেশগুলোর প্রকৃত চাহিদা মেটাতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো
হয়।
ভারতের বাণিজ্যসচিব বি ভি আর সুব্রামানিয়াম শনিবার
বলেন, গম রপ্তানিতে নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে খাদ্য নিরাপত্তা বিঘ্নিত
হবে না। ভারতে গমের সংকট না থাকলেও অভ্যন্তরীণ দাম নিয়ন্ত্রণে রাখার জন্যই মূলত এ পদক্ষেপ।
তবে এটি একটি সাময়িক নিষেধাজ্ঞা বলে জানান তিনি।
ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদক হলেও বৈশ্বিক রপ্তানিতে তাদের অংশ মাত্র এক শতাংশের
মতো। পরিমাণ ও মূল্য উভয় দিক থেকে গমের সবচেয়ে বড় ক্রেতা বাংলাদেশ।