ঝিনাইদহ প্রতিনিধি, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৪ জানুয়ারি ২০২৫ ০৮:১৩
ছবি: সংগৃহিত
ঝিনাইদহে একরাতে ৩১ টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার রাতে শহরের ল মার্কেট, হাটের রাস্তা ও সদর উপজেলার হাটগোপাপুল বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঝিনাইদহ শহরের ‘ল’ কলেজে মার্কেটে চারটি দোকানের গ্রিল কেটে সাটার ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে। দোকানগুলোতে থাকা নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায় তাঁরা। একই রাতে শহরের হাটের রাস্তা সড়কের মাহি ইলেকট্রিকে চুরির ঘটনা ঘটে। অন্যদিকে সদর উপজেলার হাটগোপালপুর বাজারে ২৬টি দোকানের সাটার ভেঙে চোরচক্র প্রবেশ করে। সে সময় তাঁরা ওই দোকানগুলোতে থাকা নগদ টাকা ও মালামাল নিয়ে যায়।
এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মুহিদুর রহমান বলেন, ‘চুরির রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।’