নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৩ জানুয়ারি ২০২৫ ১২:১০
ছবি: সংগৃহিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রথম বর্ষের প্রথম ইনকোর্স পরীক্ষায় ব্লাউজের মাপ বের করতে প্রশ্ন রাখা হয়েছে। গত রবিবার (১৯ জানুয়ারি ২০২৫) ১০১ নম্বর কোর্সের পরীক্ষার প্রশ্নপত্রে এ ধরনের প্রশ্ন রাখা হয়। কোর্সটির শিক্ষক মোহাম্মদ ফেরদৌস যৌন নিপীড়ণের অভিযোগে গত বছর শাস্তি পেয়েছিলেন।
রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রথম ইনকোর্স পরীক্ষার প্রশ্নপত্রে দেখা যায়, ৩ নম্বর প্রশ্নটির পূর্ণমান ৬। এতে এ, বি ও সি তিনটি প্রশ্ন রাখা হয়েছে। ৩সি প্রশ্নটিতে বলা হয়, জাপানের একটি x সাইজ ব্লাউজ যুক্তরাষ্ট্রে s(x)। এখানে s(x)=x-3। যুক্তরাষ্ট্রের x সাইজের ব্লাউজ অস্ট্রেলিয়ায় t(x)। এখানে t(x)= x-4। জাপানের ব্লাউজ সাইজকে কিভাবে অস্ট্রেলিয়ার ব্লাউজে কনভার্ট করা যায় তা বের করতে বলা হয়েছে।
পরীক্ষার প্রশ্নপত্রে নারীদের পোশাকের মাপ বের করতে বলাকে যৌন বিকৃতি হিসেবে দেখছেন বিভাগের শিক্ষার্থীরা। তবে প্রভাবশালী শিক্ষক মোহাম্মদ ফেরদৌসের বিরুদ্ধে তারা কেউ গণমাধ্যমে মুখ খুলতে সাহস পাননি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, ফলিত গণিত বিভাগের প্রথম বর্ষের ১০১ কোর্সটির শিক্ষক মোহাম্মদ ফেরদৌস। তিনি গত ৫ আগস্টের পর বিভাগের চেয়ারম্যান হয়েছেন। গত বছর তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছিলেন জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের এক ছাত্রী। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় গত বছরের মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় মোহাম্মদ ফেরদৌসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। মোহাম্মদ ফেরদৌসকে সকল একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
ফলিত গণিত বিভাগের একটি সূত্রমতে, গত ৫ আগস্ট সরকার পতনের পর যৌন নিপীড়নকারী শিক্ষক মোহাম্মদ ফেরদৌস নিজেকে আওয়ামী লীগের আমলে ভূক্তভোগী দাবি করে ফলিত গণিত বিভাগের চেয়ারম্যানের পদ বাগিয়ে নেন।