নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০৯



মোটর সাইকেলের ধুলায় ক্ষুব্ধ বিএনপি নেতা, যুবককে মারধর

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০৯

মোটর সাইকেলের ধুলায় ক্ষুব্ধ বিএনপি নেতা, যুবককে মারধর

ছবি: সংগৃহিত

মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন এক যুবক। এ সময়ে রাস্তায় উড়া ধুলার মধ্যে পড়েন স্থানীয় বিএনপির নেতা। এতে ক্ষুব্ধ হন ওই নেতা। সঙ্গে সঙ্গে মোটর সাইকেল আরোহী যুবককে ধরে মারধর করা হয়। ঘটনাটি ঘটেছে গত বুধবার পিরোজপুরের নেছারাবাদ মিয়ারহাট বাজার এলাকায়।

একাধিক প্রত্যক্ষদর্শী বেঙ্গল নিউজ টোয়েন্টিফোরকে জানান, নেছারাবাদ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ বুধবার বিকেলে মিয়ারহাট বাজারে এনডব্লিউ স্কুলের সামনে কয়েকজন সঙ্গীসহ ছিলেন। এ সময়ে আনিসুর রহমান রানা নামের এক যুবক মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এতে রাস্তায় উড়া ধুলার মধ্যে পড়ে যান ওয়াহিদ ও তার অনুসারীরা। তারা এতে ক্ষুব্ধ হয়ে মোটর সাইকেল থেকে নামিয়ে আনিছুর রহমান রানার উপরে হামলা চালায়। 

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান ওয়াহিদের সঙ্গে থাকা আমির হোসেন, সোহেল মৃধা, সজিব, সোয়েব, রাতুল ও রাজকে হামলায় অংশ নিতে দেখা যায়। অতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন মারধরের ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।