ঝিনাইদহ প্রতিনিধি
বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
২০ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:১৬
ঝিনাইদহ প্রতিনিধি, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২০ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:১৬
ছবি: সংগৃহিত
ঝিনাইদহের মহেশপুরে ১০ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্থানীয় জামায়াত নেতা মোসলেম উদ্দিনকে গ্রামবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। বৃহস্পতিবার(২০ জানুয়ারি) সকালে উপজেলার কুসুমপুর স্বরূপপুর কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মোসলেম উদ্দিন ওই গ্রামের মৃত ইলাহি বক্সের ছেলে। তিনি স্বরুপপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক।
স্থানীয়রা জানায়, মোসলেম উদ্দিন কৌশলে শিশুটিকে কুসুমপুর স্বরূপপুর কওমী মাদ্রাসার একটি কক্ষে নিয়ে যান। সেখানে তিনি ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। আশপাশের এলাকার লোক টের পেয়ে ওই কক্ষে গিয়ে তাদের বিবস্ত্র অবস্থায় দেখতে পায়।। পরে মসলেম উদ্দিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
স্বরুপপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী বিশ্বাস বলেন, ‘ওই এলাকার লোকজন মোসলেমকে আটক করে। আমি ঘটনাটি জানার পর মহেশপুর থানার ওসিকে জানায়। পরে পুলিশ এসে মোসলেমকে নিয়ে যায়।’
এ ব্যাপারে মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, ‘ওই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোসলেম উদ্দিন নামের এক জামায়াত নেতাকে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভুক্তভোগির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’